জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ পৃথক দুটি গেজেট প্রকাশ করেন।এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। এনসিপির প্রতীক ‘শাপল কলি’ নিবন্ধন নম্বর ৫৮ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সংরক্ষিত প্রতীক ‘কাঁচি’ এবং নিবন্ধন নম্বর ৫৯।