মিছিল-সমাবেশ

নির্বাচনের আগেই গণভোটসহ তিন দাবি জামায়াতসহ আট দলের

প্রকাশ: 14 November, 2025 • 0 বার পঠিত

নির্বাচনের আগেই গণভোটসহ তিন দাবি জামায়াতসহ আট দলের
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত নয় জামায়াতে ইসলামীসহ আট দল। তারা নির্বাচনের আগেই গণভোট চেয়েছেন। একই সঙ্গে তিন উপদেষ্টার অপসারণ্ও চান তারা। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আট দলের এ অবস্থান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তাহের বলেন, ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। সেখান থেকে নতুন কর্মসূচি আসবে।
সংবাদ সম্মেলনে তিন দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো: ভিন্ন ভিন্ন দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণা।
অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে৷
প্রশাসনের রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষ ও জবাবদিহিতার আওতায় থাকতে পারেন-এমন মনোভাবের লোকদের নিয়োগ করতে হবে।
জামায়াতের নায়েবে আমির বলেন, একটি দল শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করেছে। প্রধান উপদেষ্টার ভাষণে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি বিশেষ দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে। এ ভাষণ গণভোটের ব্যাপারে জনগণকে সিদ্ধান্ত নিতে জটিলতায় ফেলে দিল।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের নানা সিদ্ধান্তে ৯০ শতাংশ দল একমত হলেও একটি দলকে গুরুত্ব দিতে প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সুপারিশকে পাশ কেটে গেছেন।

শেয়ার করুন