বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিহারের রাজধানী পাটনার গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে।এই নিয়ে দশমবার ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। আরও পাঁচ বছর বিহারের ক্ষমতা রইল তার হাতে।মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশকে শপথ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান।নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) রাজ্যটির আঞ্চলিক দল হলেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ’র সাথে জোট বেঁধে রেকর্ড আসন নিয়ে ক্ষমতায় এসেছে।নীতিশের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে এদিন দুজন শপথ নিয়েছেন। তারা হলেন বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীসহ মোট ২৬ জন মন্ত্রী এদিন শপথ গ্রহণ করেন।এর মধ্যে বিজেপির ১৪ জন, জেডিইউ ৮ জন ও এনডিএর শরিক লোক জনশক্তি পার্টির ২ জন, হিন্দুস্তান আওয়ামী মোর্চা (হ্যাম) এবং রাষ্ট্রীয় লোক মোর্চার (আরএলএম) একজন করে বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডাসহ এনডিএ’র শীর্ষ স্থানীয় নেতা এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনে ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে বিহারে। ২৪৩ আসনের মধ্যে এনডিএ শরিকদের দখলে যায় ২০২ আসন। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট মহাগঠবন্ধন ৩৫ আসনে জয় পেয়েছিল। সেখানে কংগ্রেস এককভাবে মাত্র ৬ আসনে জয় পেয়েছে।
বিশ্ব রাজনীতি
বিহার রাজ্যের মূখ্যমন্ত্রী নীতিশ কুমার শপথ নিলেন
প্রকাশ: 21 November, 2025 • 0 বার পঠিত