রাজনীতি কথন

নাহিদ ইসলামের সাথে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রকাশ: 23 November, 2025 • 0 বার পঠিত

নাহিদ ইসলামের সাথে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
আজ রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে-এর সাথে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে এই সফর এবং গণতন্ত্রের দিকে বাংলাদেশের উত্তরণে ভুটানের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান। শেরিং টোবগে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে উচ্চশিক্ষা, বাণিজ্য এবং আইসিটি খাতে সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সাক্ষাতে নাহিদ ইসলামের সাথে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

শেয়ার করুন