আইন-আদালত

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

প্রকাশ: 26 November, 2025 • 0 বার পঠিত

ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
বিশেষ প্রতিনিধি :
ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে পুরান ঢাকার ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ আনোয়ার মামলাটি করেন।মামলার বাদী হোসাইন মোহাম্মদ আনোয়ারের জবানবন্দি গ্রহণ করে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন এবং দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলেছেন। 
বাদীর আইনজীবী মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী মো. মাহমুদুল হাসান জানান, ইসলাম ধর্ম অবমাননার দায়ে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় মামলার আবেদন করা হয়েছে

শেয়ার করুন