ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রায় ২০টি বসতবাড়ি ভাঙচুর এবং গবাদি পশুসহ মূল্যবান মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৯শে নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকাসহ তিনটি জায়গায় দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। স্থানীয়রা জানান, জাহিদ ও নুরু মাতুব্বর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মখে আওয়ামী লীগসরকারের পতনের পর উভয় নেতাই বিএনপিতে যোগ দেন এবং গট্টি ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে বিরোধে জড়ান।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষের হাজারো সমর্থক ঢাল, কাতরা, ভেলা ও ঢেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে এই সংঘর্ষ বালিয়া বাজার, কাঠিয়ার গট্টি গ্রাম ও বালিয়া গট্টি গ্রামে ছড়িয়ে পড়ে।সংঘর্ষে গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি, আড়ুয়াকান্দী, ঝুনাখালি, মেম্বার গট্টি, ভাবুকদিয়া, সিংহপ্রতাব গট্টি, কানুইর, দিয়াপাড়া, জয়ঝাপ, আগুলদিয়া, মোড়হাটসহ অন্তত ২০টি গ্রামের মানুষ অংশ নেয়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে এলাকার নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য এদিক-সেদিক ছুটোছুটি করতে দেখা যায়।
হানাহানি
আগে আওয়ামীলীগ এখন বিএনপি,দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ
প্রকাশ: 29 November, 2025 • 0 বার পঠিত