বিশেষ প্রতিনিধি :
সোমবার (৮ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের মানুষের ভোট চায়, ধর্মের নামে ভোট বিক্রি করতে চায় না।যারা মানুষের কষ্ট ও পরিশ্রম ছাড়া সরাসরি জান্নাতে পৌঁছানোর কথা বলে, তাদের কাছে ইহকাল বা দেশের বাস্তব সমস্যা বোঝার কোনো জায়গা নেই। বিএনপি জনগণের ভোট চায় এবং ভোটের বিনিময়ে জনগণের চাওয়াগুলো পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্পষ্ট করেন, ধর্মকে রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কোনো মানে নেই।
মিছিল-সমাবেশ
বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ভোট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ
প্রকাশ: 8 December, 2025 • 0 বার পঠিত